নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০১৫ ২২:২৫

অভিষেকেই বাজিমাৎ করলেন মোস্তাফিজুর!

ভাবা যায়, জীবনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ! তার আগে দেশেও খেলা হয়নি সীমিত ওভারের এ ধরণের ম্যাচ। আর আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচ খেলতে নেমে একের পর এক ডট বল আর একই সঙ্গে দুই-দুইটি উইকেট! তিনি মোস্তাফিজুর রহমান, বা-হাতি মিডিয়াম ফাস্ট বোলার!

অভিজ্ঞতা বলতে অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলা, এর বাইরে আর কিছু নেই! অভিষেক ম্যাচে প্রথম ওভারে বল তার হাতে তুলে দিলেন অধিনায়ক মাশরাফি। কতখানি নির্ভরতা পেলে অধিনায়ক বল হাতে দিয়ে নির্ভার থাকতে পারেন। এবং এর প্রতিদানও দিয়েছেন হাতে হাতে।

টি-টোয়েন্টিতে এক বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারেন, বলের হিসাবে এ সংখ্যা মাত্র ২৪! অথচ এই ২৪ বলের মধ্যে ১৬টিই ডট বল। আর উইকেটের দিক থেকে দুই মূল্যবান উইকেট।
ব্যাটসম্যান যাদের বধ করেছেন মোস্তাফিজুর নাম শুনবেন? তাহলে শুনুন- শাহিদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজ।

পাকিস্তান নির্ধারিত ২০ওভারে রান করেছে ১৪১ আর মোস্তাফিজুর তার ৪ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। ম্যাচ শেষে তার বোলিং ফিগার গিয়ে দাঁড়াল ৪-০-২০-২, অভিষিক্ত কোন ক্রিকেটারের এমন ভালো অভিষেক আর কী হতে পারে!

আপনার মন্তব্য

আলোচিত