নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর সাথে ক্রিকেটারদের ‘সেলফি’

পাকিস্তান বধের আনন্দ ভাগাভাগি

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজনের দাওয়াতে শনিবার তাঁর সরকারি বাসভবন 'গণভবনে' গিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সাথে খোশগল্প, আড্ডা ও সেলফি তোলে সময় পার করেন। পাকিস্তানকে ওয়ানডেতে বাংলাওয়াশ ও টি-টুয়েন্টিতে উড়িয়ে দেয়ার পর দারুণ উচ্ছ্বসিত ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সাথে জয়ের অভিজ্ঞতা ও আনন্দ ভাগ করেন।

এসময় নাসির, তাসকিন, মুশফিক, সৌম্য, মুমিনুলদের প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলতে দেখা যায়। এসময় বিশ্বকাপে ভালো খেলার পর পাকিস্তানকে ওয়ানডে সিরিজে 'বাংলাওয়াশ' এবং টি-টুয়েন্টিতে হারানোয় পুরস্কৃত হবার খবরও পেয়েছেন ক্রিকেটাররা। পুরষ্কারের মধ্যে রয়েছে - টাকা, ফ্ল্যাট ও  গাড়ি।








প্রধানমন্ত্রী জানান, বিশ্বকাপে ‘উইনিং বোনাস’ হিসেবে ১ কোটি টাকা এবং আইসিসি থেকে আরও ৩ কোটি টাকা পাওয়া গেছে। বিসিবি থেকে দেওয়া হবে ১ কোটি ২৩ লাখ টাকা। আর বিশ্বকাপে ভালো খেলার জন্য ১ কোটি টাকা এবং পাকিস্তানকে ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’ করা ও টি-টুয়েন্টি সিরিজে হারানোর জন্য আরও ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বেক্সিমকো থেকে আরও ১ কোটি টাকা দেওয়া হবে বলেও তিনি জানান।
 
জাতীয় দলের যেসব ক্রিকেটারকে আগে গাড়ি দেওয়া হয়নি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হবে বলে শেখ হাসিনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত