সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৫ ২২:২৫

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ: জিতলেও লাভ, ড্র করলেও লাভ!

জিতলেও লাভ আবার ড্র করলেও লাভ- এমন এক সমীকরণ সামনে নিয়ে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিনটি একদিনের ম্যাচ এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি, এমন পরিস্থিতিতে বেশ ফুরফুরে আছে মুশফিকুর রহিমের দল।

দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান অবশ্য বোলিং এবং ফিল্ডিং এই দুই বিভাগে বেশ এগিয়ে রাখছেন বাংলাদেশ দলকে আর ব্যাটিং বিভাগে পাকিস্তানকে সামান্য এগিয়ে রাখলেও তাঁর বিশ্বাস বর্তমান দলের খেলোয়াড়েরা সে বিভাগেও মাঠে নিজেদেরকে প্রমাণ দিয়ে এগিয়ে যাবে। এমন এক পরিস্থিতিতে আশা করতেই পারে বাংলাদেশ।

পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ড্র করতে পারলেও লাভ বাংলাদেশের। রেটিং পয়েন্ট পাঁচ বেড়ে ৩৭ হবে বাংলাদেশ দলের।

বর্তমানে ৩২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাংকিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টম স্থানে। আর ১৮ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে সবার নীচে।

১০৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার চতুর্থ স্থানে আছে তারা। সিরিজটি ড্র হলে পাকিস্তানের পয়েন্ট কমে হবে ৯৯।  ৯৯ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড। ৯৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠ স্থানে।

বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারলে পাকিস্তান পয়েন্ট কমে হবে ৯৬। আর ২-০ ব্যবধানে সিরিজ জিতলে মিসবাহ-উল-হকের দলের রেটিং পয়েন্ট শুধু এক বাড়বে।

বর্তমানে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ রেটিং পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। আর ৯৫ পয়েন্ট নিয়ে ভারত আছে সপ্তম স্থানে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৬ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

আপনার মন্তব্য

আলোচিত