স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৫ ০১:০৫

টেস্টেও সৌম্য সরকারে আস্থা রাখছেন সাকিব!

ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্টে মনোনিবেশ করার পালা বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে আগামী ২৮ তারিখ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেলে অনুশীলনে নামে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন সাকিব। এ সময় দলের তরুণ ক্রিকেটার সৌম্য সরকারের প্রতি আস্থা রাখার কথা জানান সাকিব।

ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি তুলে নেয়ার পর আছেন স্বপ্নের ফর্ম। সাকিব বলেন, 'সৌম্য সরকার তো তার ওয়ানডে ক্যারিয়ার খুব ভাল শুরু করেছে। অবশ্যই যদি ও খেলে, চেষ্টা করবে ওর ছন্দটা যেন ধরে রাখতে পারে।'

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আস্থার প্রতিদান দেওয়া সৌম্য পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ এক শতক করেন। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজে ভালো ব্যাটিংয়ের কারণেই এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান টেস্ট দলে জায়গা পান।

আপনার মন্তব্য

আলোচিত