নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০১৫ ১২:০৪

আমির সোহেলের আক্কেলজ্ঞান!

মাঠে বাংলাদেশ-পাকিস্তানের ব্যাট বলের যুদ্ধ আর মাঠের বাইরে কমেন্ট্রি বক্সে একই। বাংলাদেশের ব্যাটসম্যানেরা যখন পাকিস্তানি বোলারদের উইকেট বঞ্চিত করে ক্রিজ আঁকড়ে ধরে রেখেছিলেন তখন বাংলাদেশি ব্যাটসম্যানদের রীতিমত আক্রমণ করে বসেন কমেন্ট্রি বক্সে থাকা পাকিস্তানের আমির সোহেল।

বিনা উইকেটে বাংলাদেশের রান যখন ৪৩ তখন বাংলাদেশের সমালোচনা করে আমির সোহেল বলে ওঠেন- বাংলাদেশ নেগেটিভ এপ্রোচে খেলছে। বাংলাদেশের লক্ষ্য ম্যাচ ড্র করা।

প্রত্যুত্তরে শামীম চৌধুরী বলেন- পাঁচ দিনের টেস্ট ম্যাচের প্রথম সেশন চলছে। ঠিক এই মুহুর্তে বলতে পারবেন না ম্যাচ ড্র করার জন্যে খেলছে বাংলাদেশ।

আবারও আমির সোহেল বলেন- দেড় ঘন্টা ব্যাট করার পর স্কোরকার্ডে যখন রান নেই তখন কখন পজিটিভ খেলবে?

আমির সোহেলকে আবারও হুক করে শামীম চৌধুরী বলেন- এটা ব্যাটসম্যানদের ওপর নির্ভর করে।

একই ওভারের এক বল পর তামিম ইকবাল ফাইন লেগ দিয়ে চার মারার পরের ওভারে আরেকটি চার মেরে স্কোরবোর্ডে অর্ধশত রান পার করে বাংলাদেশি ব্যাটসম্যানেরা। 

আপনার মন্তব্য

আলোচিত