সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০১ মে, ২০১৫ ১৭:৩৫

ইমরুল কায়েসের তৃতীয় শতক

তামিম ইকবালের পথ ধরে ইমরুল কায়েসও পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক।

তামিমের মতোই ১১টি চার ও তিন ছক্কায় শতক পূরণ করেন ইমরুল। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৫৩ বল মোকাবেলা করেন। এটা ইমরুলের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। 

প্রথম ইনিংস শেষে ২৯৬ রানে পিছিয়ে থেকে তামিম-ইমরুলের ব্যাটে দ্বিতীয় ইনিংসে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি বোলারদের রীতিমতো হতাশায় ডুবিয়েছেন এই দুই ওপেনার।

গত বছর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি শতক হাকান ইমরুল। আজকের ম্যাচটি বাদে ১৯ টেস্টের ৩৮ ইনিংসে ২২.৮৪ গড়ে ৮৬৮ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত