সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৭ মে, ২০১৫ ১৯:২৬

তামিম দুর্ভাগ্যজনকভাবে আউট না হলে পরিস্থিতি ভিন্ন হত: ইমরুল

ঢাকা টেস্টে পাকিস্তানের ছুঁড়ে দেয়া রানের পাহাড়ের নিচে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই চার রান করে জুনায়েদ খানের বলে এলবি ডাব্লিউ হয়ে ফিরে যান তামিম ইকবাল। তামিম রিভিঊ আবেদন করেছিলেন। রিপ্লেতে দেখা গেছে অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে লেগ স্ট্যাম্পের বেলের উপর আঘাত করেছে। কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় ফল পাননি তামিম।

এ নিয়ে সংবাদ সম্মেলনে ইমরুল কায়েসকে প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি বলেন, ‘আসলে তামিমের আউটটা ছিল আম্পায়ার্স কল। কিন্তু ও যদি থাকত তাহলে অন্যরকম হতে পারত পরিস্থিতি। আম্পায়ার আউট না দিলে হয়তো তামিম আউট হত না।’

প্রথম ইনিংসে পেসার শাহদাত হোসেন রাজীবের ইনজুরিও ভুগিয়েছে বাংলাদেশকে বলে মনে করেন ইমরুল, ‘আসলে শাহাদাত ইনজুরিতে পড়ে যাওয়ায় বোলিংয়ে আমাদের প্ল্যান কাজ করেনি। এছাড়া নো বলের কারনে আমরা নিশ্চিত দুটি উইকেট পাইনি। ব্যাড লাক ছিল।’

ঢাকা টেস্টের ভবিষৎ সম্পর্কে দারুন ফর্মে থাকা এই ওপেনার বলেন , ‘দেখেন সাকিব ব্যাট করছে, সৌম্য সরকারও ভালো ব্যাটসম্যান।  সেট হয়ে যেতে পারলে  এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। আশা করি ফলো অন এড়াতে পারব।’

তাছাড়া পাকিস্তানি বোলাররাও ভালো করেছে বলে মনে করেন ইমরুল, ‘আমাদের আরেকটু সাবধানী ব্যাটিং করা উচিত ছিল। তবে ওরাও ভালো বল করেছে। বাইরের বলগুলো আমরা মেরেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা বেশি উইকেট হারিয়ে ফেলেছি।’

আপনার মন্তব্য

আলোচিত