স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০১৭ ১৫:১৭

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও আছে বাংলাদেশ!

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের সর্বশেষ দল হিসেবে পাকিস্তান কোনোমতে সুযোগ পেয়েছিল টুর্নামেন্টে। রোববার ফাইনালে খেলছে তারা, প্রতিদ্বন্দ্বি ভারত। ভারতের জন্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় শিরোপা অর্জনের সুযোগ, অন্যদিকে পাকিস্তানের জন্যে প্রথম শিরোপা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মত সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ দল। ফাইনালে উঠতে না পারলেও ভারত-পাকিস্তান ম্যাচেও আছে বাংলাদেশ। ভারত-পাকিস্তানের কারও জয়-পরাজয়ে বাংলাদেশেরও আছে পাওয়া-না পাওয়ার হিসাব।

টুর্নামেন্টে খেলতে নামার আগে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৬ নম্বরে। জয়-পরাজয়ের দোলাচল আর অন্য দলগুলোর জয়-পরাজয়ে এ র‍্যাংকিং এদিক-ওদিক হলেও শেষ পর্যন্ত ৬ নম্বরেই আছে বাংলাদেশ দল। তবে ফাইনালে পাকিস্তান জিতে গেলে অবস্থান হারাতে হবে বাংলাদেশকে।

পাকিস্তান বর্তমানে আছে ৭ নম্বর অবস্থানে। ফাইনালে ভারতকে হারাতে পারলে তারা বাংলাদেশকে টপকে উঠে যাবে ৬ নম্বরে। পাকিস্তানের বর্তমান পয়েন্ট ৯৩, র‍্যাংকিংয়ের উপরের সারির দল ভারতকে হারালে তাদের ঝুলিতে যোগ হবে ২ পয়েন্ট।

টুর্নামেন্টের আগে পাকিস্তান ছিল আটে। আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ছয় নম্বরের স্বাদ পেয়ে ইংল্যান্ডে পা রাখে বাংলাদেশ। সাতে ছিল শ্রীলঙ্কা। পরে কার্ডিফে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে যায় পাকিস্তান। এবার ভারতকে হারালে টপকে যাবে বাংলাদেশকেও। পাকদের পয়েন্ট এখন ৯৩। ফাইনালে পাকিস্তান হারলে তাই বাংলাদেশের ভালো।

তবে সেমিতে ১ পয়েন্ট হারাতে হলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায় কোন ছেদ পড়েনি বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ইংল্যান্ডসহ চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‍্যাংকিংয়ের ওপরে থাকা প্রথম আট দল। অন্য সাতটি দলের মধ্যে বাংলাদেশের না থাকার কোন কারণ এই।

ওয়েস্ট ইন্ডিজ কদিন আগে আফগানিস্তানের কাছে এক ওয়ানডে হেরে ২ পয়েন্ট খুইয়েছে। তাতে ক্যারিবীয়রা ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ পড়ে থাকল। তাদের চেয়ে অষ্টম দল শ্রীলঙ্কা এগিয়ে ১৬ পয়েন্টে। বাংলাদেশ সেখানে ছয়ে আছে, পাকিস্তান জিতলে যদি সাতে নেমেও যেতে হয়, তাতেও সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা থাকছে না।

আবার ফাইনালে ভারত জিতলে যেমন বাংলাদেশের ভালো, ভারতেরও ভালো। সেমিতে জিতে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে কোহলির দল। পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। শীর্ষে থাকা সাউথ আফ্রিকার থেকে এক পয়েন্ট কম তাদের। ভারতকে ডাকছে তাই শীর্ষ জায়গাটিও। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের।

ওয়ানডের র‍্যাংকিং-
১. সাউথ আফ্রিকা (১১৯), ২. ভারত (১১৮), ৩. অস্ট্রেলিয়া (১১৭), ৪. ইংল্যান্ড (১১৩), ৫. নিউজিল্যান্ড (১১১), ৬. বাংলাদেশ (৯৪), ৭. পাকিস্তান (৯৩), ৮. শ্রীলঙ্কা (৯৩), ৯. ওয়েস্ট ইন্ডিজ (৭৭), ১০. আফগানিস্তান (৫৪)

আপনার মন্তব্য

আলোচিত