ক্রীড়া প্রতিবেদক

১৮ জুন, ২০১৭ ২২:৩০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান চ্যাম্পিয়ন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

ফাইনালের আগে ক্রিকেট বোদ্ধাদের অনেকেই এগিয়ে রেখেছিলেন ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই এবারের আসরের শক্তিশালী দল ভারতকে। কিন্তু তাঁদের ভুল প্রমাণ করলো 'আনপ্রেডিক্টেবল' হিসেবে খ্যাত পাকিস্তান। ভারতকে বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিলো পাকিস্তান।

রোববারের (১৮ জুন) ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সরফরাজ বাহিনী। পাকিস্তানের দেয়া ৩৩৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে ভারত।

দলের পক্ষে একাই ঘুরে দাঁড়িয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন হার্দিক পান্ডে। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ৩টি, জুনায়েদ খান ১টি, হাসান আলী ৩টি ও শাদব খান ২টি করে উইকেট নেন।

ইনিংসের শুরু থেকেই চাপে ছিল ভারত। প্রথম ওভারের তৃতীয় বলেই রোহিত শর্মাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ আমির। গত ম্যাচে সেঞ্চুরি করা রোহিত শর্মা ফেরেন কোন রান না করে। এরপর তৃতীয় ওভারের চতুর্থ বলে শাদাব খানের হাতে ক্যাচ বানিয়ে ‘ভয়ঙ্কর’ বিরাট কোহলিকে (৫) ফিরিয়ে দেন সেই আমির।

ইনিংসের নবম ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে শিখর ধাওয়ানকেও (২১) ফেরান মোহাম্মদ আমির। আর ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে যুবরাজ সিংকে (২২) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাদাব খান। ফেরার আগে ৩১ বল খেলে ২২ রান করেন তিনি।

এর পরের ওভারেই ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ বানিয়ে মহেন্দ্র সিং ধোনিকে (৪) ফেরান হাসান আলী। ইনিংসের ১৭তম ওভারে শাদাব খানের বলে শরফরাজ আহমেদের হাতে ক্যাচ হন কেদার যাদব (৯)।

এরপর একাই রুখে দাঁড়ান হার্দিক পান্ডে। চার-ছক্কার দারুণ সব শটে গ্যালারি মাতিয়ে তুলেন তিনি। কিন্তু জাদেজার সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে ৪৩ বল খেলে চারটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন পান্ডে। ইনিংসের ২৮তম ওভারে জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে ক্যাচ হন রবীন্দ্র জাদেজা। ২৬ বল খেলে ১৫ রান করেন তিনি।

২৯তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে রবীচন্দ্রন অশ্বিনকে (১) ফিরিয়ে দেন হাসান আলী। ৩১তম ওভারে একইভাবে জ্যাসপ্রীত বুমরাহকে (১) ফেরান হাসান আলী। ইনিংস শেষে ব্যক্তিগত ১ রানে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার।

এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৩৮ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান।

দলের পক্ষে ফখর জামান ১১৪, আজহার আলী ৫৯, বাবর আজম ৪৬, মোহাম্মদ হাফিজ ৫৭ ও ইমাদ ওয়াসিম ২৫ রান করেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডে ও কেদার যাদব ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ 

ফল: ১৮০ রানে জয়ী পাকিস্তান

পাকিস্তান ইনিংস: ৩৩৮/৪ (৫০ ওভার)

(আজহার আলী ৫৯, ফখর জামান ১১৪, বাবর আজম ৪৬, শোয়েব মালিক ১২, মোহাম্মদ হাফিজ ৫৭*, ইমাদ ওয়াসিম ২৫*; ভুবনেশ্বর কুমার ১/৪৪, জ্যাসপ্রীত বুমরাহ ০/৬৮, রবীচন্দ্রন অশ্বিন ০/৭০, হার্দিক পান্ডিয়া ১/৫৩, রবীন্দ্র জাদেজা ০/৬৭, কেদার যাদব ১/২৭)।

ভারত ইনিংস: ১৫৮ (৩০.৩ ওভার)

(রোহিত শর্মা ০, শিখর ধাওয়ান ২১, বিরাট কোহলি ৫, যুবরাজ সিং ২২, মহেন্দ্র সিং ধোনি ৪, কেদার যাদব ৯, হার্দিক পান্ডে ৭৬, রবীন্দ্র জাদেজা ১৫, রবীন্দ্রন অশ্বিন ১, ভুবনেশ্বর কুমার ১*, ভুবনেশ্বর কুমার ১; মোহাম্মদ আমির ৩/১৬, জুনায়েদ খান ১/২০, মোহাম্মদ হাফিজ ০/১৩, হাসান আলী ৩/১৯, শাদব খান ২/৬০, ইমাদ ওয়াসিম ০/৩, ফখর জামান ০/২৫)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ফখর জামান

প্লেয়ার অব দ্য সিরিজঃ হাসান আলী 

আপনার মন্তব্য

আলোচিত