সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০১৭ ০০:২২

পাওনা পরিশোধ করেই বিপিএলে খেলতে চায় বরিশাল বুলস

শর্ত ভঙ্গ করায় বরিশাল বুলস এবারের বিপিএলে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

বুধবার ( ৯ আগস্ট) এমন বিস্ফোরক সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, বরিশালকে বাদ দিয়ে এবার ৭ দল নিয়ে হবে বিপিএল।

তবে বরিশাল বুলসের কর্ণধার এমএ আউয়াল চৌধুরী ভুলু গণমাধ্যমকে জানালেন ভিন্ন কথা। চলতি বিপিএলে তারা খেলবেনই, বুধবার এমন দাবি করলেন তিনি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ২-১ দিনের সময় চেয়েছেন বলেও জানান ভুলু।

তিনি আরো বলেন, ৭ আগস্টের মধ্যে আমাদের ফি জমা দেওয়ার কথা ছিল। সেটা আজকেই দেওয়া যায়। কিন্তু আমাদের কাগজপত্র করতে আরও কয়েকদিন সময় লাগবে। আমরা খেলছি, খেলবো।’

এদিন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান জানিয়েছিলেন বরিশাল বুলসের জন্য দুই দফা ফ্র্যাঞ্চাইজি ফি বা গ্যারান্টি মানি জমা দেওয়ার তারিখ তারা পিছিয়েছেন। সব শেষ সময় ছিল ৭ আগস্ট। কিন্তু তাতেও তারা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে বরিশালকে ছাড়াই আয়োজন করার সিদ্ধান্ত নেন তারা।

সিনহা আরো বলেছেন, ‘আমরা তাদের সময় দিয়েছিলাম, দুবার আমরা সময় পরিবর্তন করেছি, তারপরও তারা পারেনি। আমরা আর অপেক্ষা করতে পারবো না। কারণ আমাদের এখন সূচি তৈরি করতে হবে।’

এ বিষয়ে ভুলুর কাছে জানতে চাইলে তিনি পরিষ্কার করে কিছু বলেননি। জানান, ‘দেখি আমি, ওনার সাথে কথা বলি। তবে আমরা খেলবো।’ গত দুই আসরে বরিশালের পাওনা নিয়ে কোন সমস্যা হয়নি বলেও জানান তিনি, ‘যেহেতু নতুন করে সবকিছু একটু সময় লাগবে। আগে তো দুই বছর একসাথে চালিয়েছে কোনো সমস্যা হয়নি।

তবে এখন নতুন লোকজনরে নিয়ে করতে হলে কিছু কাগজের বিষয় আছে। এজন্য ২-১ দিন সময় লাগবে। সবাই তো সঠিক কাগজপত্র ছাড়া আসবে না। এগুলো তৈরি করতে সময় লাগে। এজন্য আমি বলছি, ২-১ দিন সময় লাগবে আমার কাগজ দিতে। আমরা খেলছি।’

আপনার মন্তব্য

আলোচিত