স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৭ ০০:১৩

ক্রিকেটারদের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়েছে সিলেট সিক্সার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে নিজেদের প্রথম অংশগ্রহণে সবক্ষেত্রেই নতুন দৃষ্টান্ত তৈরীর চেষ্টা করেছে  নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। সবার আগেই দেশী-বিদেশী ক্রিকেটারদের শতভাগ পাওনা পরিশোধ করেছে সিলেট সিক্সার্স। বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্ট শেষের ত্রিশের দিনের মধ্যে শতভাগ পাওনা পরিশোধ করতে হবে ক্রিকেটারদের। কিন্তু, আগে-ভাগেই সবাইকে পারিশ্রমিক তুলে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

হোম ভেণ্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুন শুরুর পর সুপার ফোরে খেলার প্রবল সম্ভাবনা তৈরী করেছিলো সিলেট সিক্সার্স। পয়েন্ট টেবিলে শেষ পর্যন্ত পঞ্চমস্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করলেও, মাঠে নাসির-উপুল থারাঙ্গা-আন্দ্রে ফ্লেচারদের পারফর্মেন্সে দারুন সন্তুষ্ট ফ্রাঞ্চাইজি কর্ণাধাররা। পূর্ণ পেশাদারিত্ব ধরে রাখার পাশাপাশি নতুন মৌসুমে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল গড়ার অঙ্গীকার সিলেট সিক্সার্স কর্তৃপক্ষের। সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত জানান, "নিজেদের প্রথম অংশগ্রহণ হলেও, স্বল্প সময়ের মধ্যে ভাল দল গড়ার চেষ্টা ছিলো। মাঠে দলের পারফর্মেন্সে আমরা খুশি। সিলেটের সমর্থকদের মতো আমাদেরও প্রত্যাশা ছিলো আরও ভাল করার। শেষ পর্যন্ত সেটি না হলেও, আমরা হতাশ নয়। নতুন মৌসুমে পূর্ণ উদ্যোমে সেরা দল গড়ার চেষ্টা থাকবে আমাদের।"

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ জানান, "সবার আগে পাওনা পরিশোধ করে আমরা দেশী-বিদেশী ক্রিকেটারদের একটা বার্তা দিতে চেয়েছি। সেটি হলো, সিলেট সিক্সার্স শতভাগ পেশাদারিত্বের মানসিকতা নিয়েই বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। যেখানে ক্রিকেটারদের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।"

বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই অংশগ্রহনকারী সব ক্রিকেটারের কমপক্ষে ৫০ ভাগ পাওনা পরিশোধ করতে হয়। সে অনুযায়ী আগেই নিজেদের পাওনার অর্ধেক বুঝে পায় ক্রিকেটাররা। রোববার বাকি অর্থ বুঝে পেয়েছেন। আর দেশ ছাড়ার আগেই বিদেশী ক্রিকেটারদের পাওনা শতভাগ পরিশোধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত