স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৮ ১০:২২

মেসির জোড়া গোলে শেল্টাকে হারাল বার্সেলোনা

লিওনেল মেসির জোড়া গোল আর সতীর্থের গোলে শেল্টা দে ভিগোকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা।।

বৃহস্পতিবার কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। তাদের অন্য তিনটি গোল জর্দি আলবা, লুইস সুয়ারেস ও ইভান রাকিতিচের।

দুই লেগ মিলিয়ে ৬-১ অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠলো তারা। শেল্টার মাঠে প্রথম পর্বের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

সাত দিন আগে এই শেল্টার বিপক্ষেই অসংখ্য সুযোগ নষ্ট করায় জয় হাতছাড়া হয়েছিল বার্সেলোনার। তবে মেসি-সুয়ারেস ফেরায় শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে দলটি। বিরতির আগেই চারবার বল জালে পাঠিয়ে জয়টা একরকম নিশ্চিত করে ফেলে তারা।

গোল উৎসবের শুরুটা করেন মেসি। ত্রয়োদশ মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল হাফ ভলিতে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলরক্ষক সের্হিও আলভারেস বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি।

দুই মিনিট পর বাঁ দিকে আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে সতীর্থের ফিরতি পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

২৮তম মিনিটে আবারও মেসি-আলবা জুটিতে গোলের দেখা মেলে। তবে এবারের গোলদাতা স্প্যানিশ ডিফেন্ডার। অনেক দূর থেকে সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এর তিন মিনিট পরেই প্রতিপক্ষের ভুলের সুযোগে ব্যবধান আরও বাড়ান সুয়ারেস। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডেনমার্কের ফরোয়ার্ড সিস্তো গোলরক্ষককে ব্যকপাস দিতে গেলে বল আরেক জনের পায়ে লেগে চলে যায় উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের কাছে।

 ৬০তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ। নামান উসমান দেম্বেলেকে। ৮৭তম মিনিটে দেম্বেলের কর্নারে হেডে শেষ গোলটি করেন ইভান রাকিতিচ।

স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে আরও উঠেছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভালেন্সিয়া, আলাভেস, সেভিয়া, এস্পানিওল ও লেগানেস।

আপনার মন্তব্য

আলোচিত