ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০১৮ ১৪:০২

ত্রিদেশীয় সিরিজের টিকেটে বাংলাদেশ বানান ভুল, সমালোচিত বিসিবি

ঢাকায় চলমান ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে ওই ম্যাচের সিংহভাগ টিকেট। তবে ম্যাচটির টিকেটে বানান ভুল নিয়ে দেখা দিয়েছে বিপত্তি।

ম্যাচের টিকেটে ইংরেজি অক্ষরে বাংলাদেশ বানানটা লেখা হয়েছে এভাবে- BNANGLADESH। বানানে ‘বি’ অক্ষরের পর একটা অতিরিক্ত ‘N’ যোগ হয়েছে। অসতর্কতার কারণে সমালোচনায় বিদ্ধ হচ্ছে বিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিসিবির অব্যবস্থাপনা আর অসতর্কতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন- এমন গুরুত্বপূর্ণ আর আন্তর্জাতিক ম্যাচের টিকেটে দেশের নাম ভুল লেখা হয় কি করে?

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে সহজেই ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে শ্রীলংকা হেরে গেছে ১২ রানে। ওই দুই ম্যাচের টিকেটে অবশ্য কোন দেশের নাম ভুল বানানে লেখা ছিলো না।

সমালোচনার মুখে অবশ্য বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেনি বিসিবি কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে কোন ব্যাখ্যা বা ভুল স্বীকার করা হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

আপনার মন্তব্য

আলোচিত