সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৮ ১৪:১২

আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি রুপি

আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১১তম আসর। এর আগে ২৭ ও ২৮ জানুয়ারি হবে নিলাম। নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন ১ হাজার ১২২ জন ক্রিকেটার।

ইতোমধ্যে নিলামের জন্য ৫৭৮ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে দুই সেটে ১৬ জনকে নিয়ে করা হয়েছে ‘এলিট’ তালিকা। এতে আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিলামে এ ১৬ জনের ভিত্তিমূল্য হবে সবচেয়ে বেশি। রুপির অঙ্কে ২ কোটি। সাকিবের সঙ্গে এ তালিকায় আছেন আছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ডোয়াইন ব্রাভো, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসি, জো রুট, হরভজন সিং, আজিঙ্কা রাহানে, বেন স্টোকস ও মিচেল স্টার্ক।

নিলাম তালিকার শীর্ষে রয়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সাকিবের অবস্থান ১১তম। চূড়ান্ত ৫৭৮ জন ক্রিকেটারের তালিকায় আছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। তার অবস্থান ১৯৩তম। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

দীর্ঘদিন পর এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ কারণেই এবার নিলামের তালিকায় আছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত