ক্রীড়া প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৫

সিরিজে টিকে থাকতে শ্রীলঙ্কার চাই ১৯৯ রান

ছবি : ক্রিকইনফো

হারলেই সিরিজ শেষ- শ্রীলঙ্কার জন্য এমন বাঁচা-মরার ম্যাচে তাদেরকে অনেকটা সহজ টার্গেটই দিয়েছে জিম্বাবুয়ে। সিরিজে টিকে থাকতে হলে লঙ্কানদের করতে হবে ১৯৯ রান।

রোববার (২১ জানুয়ারি) মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমার। শ্রীলঙ্কান বোলারদের দারুণ বোলিংয়ে তারা ৪৪ ওভারেই অল আউট হয়ে যায় ১৯৮ রান করে।

দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান টেলর। এছাড়া ছোট ছোট ইনিংস খেলেছেন দুই ওপেনার মাসাকাদজা (২১) ও মির (২০), ব্যাটসম্যান ওয়ালার (২৪) এবং অধিনায়ক ক্রেমার (৩৪)।

টস জিতে ব্যাটিংয়ের শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে আসে ৪৪ রান। পেরেরা মাসাকাদজাকে আউট করলে ভাঙে ওপেনিং জুটি। এরপর টেলর ছাড়া আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। দলীয় ১৭১ রানে টেলর সাজঘরে ফিরলে ইনিংস দুইশ' পার করার আশা ক্ষীণ হয়ে যায় জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত ইনিংসের ৬ ওভার বাকি থাকতেই ১৯৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

লঙ্কান বোলারদের মধ্যে পেরেরা ৪টি, ফার্নান্দো ৩টি ও সান্দাকান ২টি উইকেট লাভ করেন।

আপনার মন্তব্য

আলোচিত