স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:১৯

চ্যাম্পিয়ন্স লিগে কোন দলের খেলা কখন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। ওইদিন দিবাগত রাতে প্রথম লেগের খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহামকে মোকাবেলা করবে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি লড়বে বাসেলের বিপক্ষে।

ফুটবলপ্রেমী পাঠকদের জন্য চ্যাম্পিয়নস লিগের প্রথম ও দ্বিতীয় লেগের সবগুলো ম্যাচের সূচি নিচে উল্লেখ করা হলো:

প্রথম লেগের সূচি:
    ১৪ ফেব্রুয়ারি:
    পোর্তো বনাম লিভারপুল
    রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি
    ২০ ফেব্রুয়ারি:
    বায়ার্ন মিউনিখ বনাম বেসিকতাস
    চেলসি বনাম বার্সেলোনা
    ২১ ফেব্রুয়ারি:
    সেভিয়া বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
    শাখতার দোনেস্ক বনাম রোমা

দ্বিতীয় লেগের সূচি:

    ৬ মার্চ:
    পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ
    লিভারপুল বনাম পোর্তো
    ৭ মার্চ:
    টটেনহাম বনাম জুভেন্টাস
    ম্যানচেস্টার সিটি বনাম বাসেল
    ১৩ মার্চ:
    রোমা বনাম শাখতার দোনেস্ক
    ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সেভিয়া
    ১৪ মার্চ:
    বেসিকতাস বনাম বায়ার্ন মিউনিখ
    বার্সেলোনা বনাম চেলসি

এরপর আগামী ১৬ মার্চ নিয়নে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

সূচিতে লেখা প্রথম দলটি স্বাগতিক হিসেবে খেলবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়। তবে শুধুমাত্র বেসিকতাস বনাম বায়ার্ন মিউনিখের মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচটি রাত ১১টায় অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত