স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৮ ১২:৫০

জয়ের খোঁজে রাতে মাঠে নামছে মোস্তাফিজের দল

আইপিএলের ১১তম  আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই নাটকীয়ভাবে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানস।

অথচ তিনটিতেই জেতার সম্ভাবনা ছিল রোহিত বাহিনীর। মোমেন্টাম পেতে একটি জয় খুবই দরকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমন লক্ষ্য নিয়ে রাতে রয়্যাল চালেঞ্জার্সের মুখোমুখি হবে মুম্বাই।

ধুন্দুমার টি-টোয়েন্টি ক্রিকেটে সব রসদই জুগিয়ে যাচ্ছেন মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা। স্বল্প পুঁজি নিয়েও বোলারদের সুনিপুণ কারিকুরিতে শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে যাচ্ছেন। কিন্তু তবু জয় নামক সোনার হরিণের দেখা মিলছে না। যথার্থ ফিনিশিং টাচের অভাবে খেই হারিয়ে পরাজয়ের মালা পরছেন তারা।

কাইরন পোলার্ডের কণ্ঠেও ঝরল একই উৎকণ্ঠা-উদ্বেগ, আমাদের সব কিছুই ঠিক আছে। টিম কম্বিনেশন দারুণ। দল হিসেবে মানসিকভাবেও শক্তিশালী। তবে ফিনিশিং টাচটা ঠিকমতো হচ্ছে না। এখন এ নিয়েই আমরা চিন্তা-ভাবনা করছি।

তিন ম্যাচের সবকটিতে রোমাঞ্চকর হারে ব্যাকফুটে মুম্বাই। অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। আর তিন ম্যাচের মধ্যে একটি জিতে প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে কোহলি বাহিনী। আগের ম্যাচের ভুলগুলো শুধরে জয় চায় দুদলই।

প্রতি ম্যাচেই অসাধারণ বল করেও পরাজিত দলের সদস্য মোস্তাফিজ। এতে আক্ষেপে পুড়তে পারেন টাইগার বোলিং বিস্ময়। তবে এ হতাশা কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছেন তিনি। মুম্বাইয়ের ডেরায় খেলতে আসছে বেঙ্গালুরুর। এ ম্যাচে নিশ্চয়ই আফসোসটা দূর করতে সর্বোচ্চাই ঢেলে দেবেন এ তরুণ পেসার।

আপনার মন্তব্য

আলোচিত