ক্রীড়া প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০১৮ ১০:১৭

ফের সেল্টার বিপক্ষে ড্র বার্সেলোনার

ক্যাম্প ন্যুতে সেল্টার বিপক্ষে ড্র করেছিল বার্সেলোনা; ফিরতি লেগেও ফলও একই, এবারও ড্র। বালাইদোসে বার্সেলোনাকে রুখে দিয়েছিল সেল্টা ভিগো। প্রতিশোধ নিতে গিয়েছিল বার্সা।

মঙ্গলবার ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের।

ম্যাচের ৩৬ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সার। ৪৫ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে সেল্টাকে সমতায় ফেরান জনি কাস্ত্রো।

দ্বিতীয়ার্ধে কুতিনহো ও গোমেজকে তুলে মেসি ও রবার্তোকে নামান বার্সা কোচ। ৬৪ মিনিটে দলকে ফের এগিয়ে দেন পাকো আলকাসের। তবে সেই লিড ধরে রাখতে পারেননি তারা। ৮২ মিনিটে গোল খেয়ে বসেন সফরকারীরা। এবার স্বাগতিকদের সমতায় ফেরান আসপাস।

এর আগে ৭১ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। ডি-বক্সের কাছাকাছি জায়গায় আসপাসকে ফাইল করলে লাল কার্ড দেখেন রবার্তো। এতে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এ নিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত রইল বার্সা। হাতে আছে এখনও ৫ ম্যাচ। সব মিলিয়ে আর ৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে মেসিদের।

আপনার মন্তব্য

আলোচিত