স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৮ ২১:০৬

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। ৩০শে মে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ১২তম আসরের। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা, ম্যাচটি হবে জুনের তারিখে। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিন।

১৯৯২ সালের বিশ্বকাপের ফরমেটে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে টাইগাররা। যার শুরুটা হবে লন্ডনের ওভালে। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিন, ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিবাহিনী। প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি হবে ৫ জুলাই তারিখে।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

২ জুন ২০১৯

দক্ষিণ আফ্রিকা

ওভাল

৫ জুন, ২০১৯

নিউজিল্যান্ড

ওভাল (দিবারাত্রির ম্যাচ)

৮ জুন ২০১৯

ইংল্যান্ড

কার্ডিফ

১১ জুন ২০১৯

শ্রীলংকা

ব্রিস্টল

১৭ জুন ২০১৯

ওয়েস্ট ইন্ডিজ

টন্টন

২০ জুন ২০১৯

অস্ট্রেলিয়া

নটিংহ্যাম

২৪ জুন ২০১৯

আফগানিস্তান

সাউথ্যাম্পটন 

২ জুলাই ২০১৯

ভারত

বার্মিংহাম

৫ জুলাই ২০১৯

পাকিস্তান

লর্ডস

আপনার মন্তব্য

আলোচিত