সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৮ ১৮:৫৭

স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট জেলা

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা দিবস জাতীয় কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা-২০১৮ (সিলেট বিভাগ) এর ফাইনাল খেলায় সিলেট জেলা কাবাডি দল ১৮-১৬ পয়েন্টে মৌলভীবাজার জেলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সিলেট জেলা স্টেডিয়ামস্থ কাবাডি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট বিভাগের চারটি জেলা ক্রীড়া সংস্থা (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার) অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান ও পুরষ্কার বিতরণ করেন সিলেট এর পুলিশ সুপার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ার চৌধুরী মাম্মী, সিলেট জেলা কাবাডি কমিটির সম্পাদক সমর চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম আরিচ, কাবাডি কোচ হেলাল মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত