স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৮ ১৯:৩৮

আইসিসির টি-টোয়েন্টি মর্যাদা পেলো ১০৪ টি দেশ

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সকল দেশই টো-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পেয়েছে। আইসিসির বর্তমান সদস্য দেশ হচ্ছে ১০৪।

বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ সম্মেলনে ১০৪টি দেশকে টি-টোয়েন্টির মর্যাদা দেয়ার ঘোষণা দেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

সব দেশের নারী-পুরুষ উভয় দলই পাচ্ছে এই মর্যাদা। যেকোনো দুটি দেশের টি-টোয়েন্টি ম্যাচ মানেই হতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

আগামী ১ জুলাই থেকেই সব দেশের নারী দল পাচ্ছে টি-টোয়েন্টির মর্যাদা। আর পুরুষ দলের মর্যাদা চালু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।

বর্তমানে টেস্ট খেলুড়ে ১২ দেশসহ টি-টোয়েন্টি মর্যাদা আছে আর ৬টি দেশের। দেশগুলো-নেদারল্যান্ডস, নেপাল, স্কটল্যান্ড, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

ডেভিড রিচার্ডসন বলেন, ‘মিটিংয়ে খেলার দীর্ঘমেয়াদী ভালোর জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

টি-টোয়েন্টির বিশ্বায়নের জন্যই সব সদস্য রাষ্ট্রকে এই মর্যাদা দেয়া হয়েছে। রিচার্ডসন বলেন, ‘আমরা খেলাটির উন্নয়ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং টি-টোয়েন্টির মাধ্যমে আমরা এটা করব।’

আপনার মন্তব্য

আলোচিত