স্পোর্টস ডেস্ক

২০ মে, ২০১৮ ০৩:৪৫

বায়ার্নকে হারিয়ে জার্মান কাপ চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট

৩০ বছর পর জার্মান কাপে চ্যাম্পিয়ন হয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে নিকো কোভাচের দল।

জার্মান ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় পঞ্চম শিরোপা জিতলো ফ্রাঙ্কফুর্ট। এর আগে এখানে তারা সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৮৮ সালে।

ম্যাচের একাদশ মিনিটে প্রথম সুযোগেই গোল পেয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। মাঝমাঠে হামেস রদ্রিগেসের ভুলে বল পেয়ে অনেকটা ছুটে গিয়ে ডি-বক্সে ঢুকে নীচু শটে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্দ্রে রেবিচ।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। ডান দিক থেকে জসুয়া কিমিচের পাস ডি-বক্সে পেয়ে সঙ্গে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন লেভানদোভস্কি।

৮০তম মিনিটে জার্মান ডিফেন্ডার মাটস হুমেলসের অনেকটা লাফিয়ে উঠে নেওয়া হেডে বল ক্রসবারে লাগে। এর দুই মিনিট পরেই পাল্টা আক্রমণে রেবিচের দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট।

গোলের জন্য মরিয়া হয়ে বায়ার্ন গোলরক্ষক সভেন উলরিখও আক্রমণে উঠে যান। সেই সুযোগে শেষ মিনিটে পাল্টা আক্রমণে একা বল পায়ে ছুটে গিয়ে ফাঁকা জালে দলের তৃতীয় গোলটি করেন সার্বিয়ার মিডফিল্ডার গাসিনোভিচ।

আপনার মন্তব্য

আলোচিত