স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০১৮ ২০:৪৩

পরিবারের দাবি রোমেরো ফিট

হাঁটুর ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপের দল থেকে সার্জিও রোমেরো বাদ পড়েছেন। তবে এ ইনজুরিকে এতটা গুরুতর বলে মানতে রাজি নয় তার পরিবার। পরিবারের দাবি, বিশ্বকাপে খেলার জন্য ফিট আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

রোমেরোর জায়গায় আর্জেন্টিনা ইতোমধ্যেই তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানকে দলেও ডেকেছে।

আর্জেন্টিনার হয়ে ২০১০ এবং ২০১৪ সালে গোলবার সামলেছেন রোমারিও। গোলডটকমে আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো জানিয়েছেন, রোমেরো তাদের দলের একজন নেতা ছিলেন। কিন্তু হাঁটুতে ব্লকেজ ধরা পড়ায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে।

তবে ২০০৮ সালে রোমেরোর সঙ্গে গাটছড়া বাধা এলিনা গার্সিও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সমালোচনা করেছেন। দলের চিকিৎসকের রিপোর্টে রোমেরো বিশ্বকাপে খেলতে পারবেন না এমন কিছু নেই বলে দাবি তার। তিনি বলেন, 'রোমেরোর কিছুই ভাঙেনি। কোন ব্লকেজ তৈরি হয়নি। তার হাঁটুর তরুণাস্থি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।'

চিকিৎসককে উদ্ধৃত করে এলিনা বলেন, 'চিকিৎসক তাকে বলেছে সে বিশ্বকাপের জন্য ঠিক আছে। তার যে ধরণের ইনজুরি তা থেকে সেরে উঠতে বড় জোর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। আমার স্বামীর যা অবস্থা তাতে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।'

রোমেরোর স্ত্রীর দাবি, 'এমন অনেকেই আছেন যারা চান না রোমেরো বিশ্বকাপে খেলুক। রোমেরোও প্রতি অবিচার করার জন্য তার হাঁটুয় ব্লকেজ তৈরি হয়েছে বলছে তারা। আমি তাদের বানোয়াট কথা শুনে ক্লান্ত।'

আপনার মন্তব্য

আলোচিত