স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৮ ১৮:১৯

সুইসাইড নোট লিখে আর্জেন্টাইন সমর্থকের ‘আত্মহত্যা’

সুইসাইড নোট লিখে বাড়ি থেকে বের হয়ে যাওয়া আর্জেন্টাইন এক ফুটবল সমর্থকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ জুন) ভারতের কেরালা রাজ্যের প্রদেশের কট্টায়াম জেলায় বাড়ির পার্শ্ববর্তী মিনাচিল নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়ের পর শুক্রবার একটি সুইসাইড নোট লিখে বাড়ি থেকে বের হন দিনু এলেক্স নামের ঐ সমর্থক। নিখোঁজের দুদিন পর তাঁর লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

দিনু এলেক্সের বাবা জানান, তার ছেলে লিওনেল মেসির কট্টর সমর্থক। আর্জেন্টিনা অধিনায়কের এই পরাজয় সে কোনোভাবেই মেনে নিতে পারেনি।

পুলিশ জানায়, সুইসাইড নোট দিনু এলেক্স লিখেন- 'এ পৃথিবীতে দেখার মত কিছুই আমার আর বাকি নেই। আমি চলে যাচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়।'

আপনার মন্তব্য

আলোচিত