স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৮ ২০:২৩

পানামাকে নিয়ে খেললো ইংল্যান্ড

বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো ইংল্যান্ড। পানামাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তাঁরা।

প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করা ইংল্যান্ডের জয়ের নায়ক হ্যারি কেন আজকেও ছিলেন দুর্দান্ত। হ্যাটট্রিক করে ইংল্যান্ডের হয়ে ২৮ বছরে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি।

প্রথমার্ধে দুটি গোল করলেন পেনাল্টি থেকে। বিরতির পর এসে করলেন হ্যাটট্রিক। তাতে প্রথম দুই ম্যাচে ৫ গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে কয়েক দশকের রেকর্ড ভাঙলেন হ্যারি কেন।

ইংল্যান্ডের দুটি গোল এসেছে জন স্টোনসের কাছ থেকে। আর একটি গোল করেছেন জেসি লিনগার্ড। পানামার হয়ে ৭৮ মিনিটে একমাত্র গোল শোধ করেন ফিলিপে বালয়।

পানামার এই হারে এক ম্যাচ হারে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল বেলজিয়াম ও ইংল্যান্ডের। বিশ্বকাপ শেষ হয়ে গেল তিউনিসিয়া ও পানামার।

আপনার মন্তব্য

আলোচিত