নিউজ ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৪ ২২:১২

স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়া এগিয়ে

অজি অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর যেন সেঞ্চুরি করাটাকে মামুলি ব্যাপার করে ফেলেছেন স্টিভ স্মিথ। শনিবার ভারতের বিরুদ্ধে করলেন ১৯২। আর স্মিথ চালিত অস্ট্রেলিয়া থামল ৫৩০-এ।

টেস্টের দ্বিতীয় দিনে ভারত আবারও টের পেল অজিদের লেজের ঝাপটা। প্রথম দিনের সাথে ২৭১ রান যোগ করে তবেই অলআউট হল অস্ট্রেলিয়া। কিন্তু ততক্ষনে বোর্ডে ৫৩০ রান। এদিকে ভারতের ৫ বোলারের ৪ জনই দিল একশোর বেশি রান, যা এক নতুন রেকর্ডও বটে। 'দ্বিতীয় দিনের লাঞ্চের মধ্যেই শেষ করে দেবেন অজি ব্যাটিংকে' শুক্রবার মহম্মদ শামি'র দাবি বৃথা আস্ফালন বলেই প্রমান হল।

ম্যাথু হেইডেন এর পর টান তিন ম্যাচে শত রান করার কৃতিত্ত্ব দেখান স্মিথ। চলতি সিরিজে এখন পর্যন্ত ১৮৯ গড়ে মোট ৫৬৭ রান করে ফেলেছেন অস্ট্রেলিয়ান এই অধিনায়ক। অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে তিনিই প্রথম পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকান।

অস্ট্রেলিয়ার বিশাল স্কোর ঘাড়ে নিয়ে খেলতে নেমে অবশ্য শুরুটা ভালই করেছে ভারত। শিখর ধবন আউট হলেও অপরাজিত বিজয়, পূজারা। দিনশেষে ভারত ১০৮/১।

আপনার মন্তব্য

আলোচিত