স্পোর্টস ডেস্ক

১২ জুলাই, ২০১৮ ০০:৩৪

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রায়ান কুক। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার জ্যামাইকা টেস্ট থেকেই শুরু করবেন তার দায়িত্ব পালন।

বৃহস্পতিবার (১২ জুলাই) জ্যামাইকায় শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

রায়ান কুকের সাথে বিসিবির চুক্তি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে কখনও খেলা হয়নি তার।

জ্যামাইকা টেস্ট আজ বৃহস্পতিবার শুরু হলেও কুক বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন শুক্রবার থেকে। ইতিপূর্বে গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমির হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগেও।

এছাড়াও অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া আসর বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবেও পালন করেছেন দায়িত্ব।

জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের স্বেচ্ছায় পদত্যাগের কয়েক মাস পর পদ থেকে অব্যাহতি নেন দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলও। এরপর দীর্ঘদিন ধরে দলে নেই কোনো স্থায়ী ফিল্ডিং কোচ কিংবা পরামর্শক। ওয়েস্ট ইন্ডিজ সফরে বা আগের সিরিজগুলোতে ফিল্ডিং কোচিংয়ের বিষয়টি দেখভাল করেছেন দেশি কোচ সোহেল ইসলাম।

এবার সোহেল ইসলামের হাতে ন্যস্ত দলের দায়িত্বই বুঝে নিতে হবে কুককে, তাও একটি কঠিন সময়ে। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের ম্লান পারফরম্যান্সের পেছনে অনেকেই দোষারোপ করছেন বাজে ফিল্ডিং ও ফিল্ডিংয়ের দৃষ্টিকটু ভুলকে।

উল্লেখ্য, বাংলাদেশ দলের প্রায় ‘নতুন’ কোচিং স্টাফে যুক্ত দ্বিতীয় বিদেশি পরামর্শক বা স্টাফ রায়ান কুক। এর আগে গত মাসে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিভ রোডস। এতে খেলোয়াড়রাও কোচহীন অবস্থা থেকে পেয়েছেন মুক্তি।

আপনার মন্তব্য

আলোচিত