স্পোর্টস ডেস্ক

১২ জুলাই, ২০১৮ ০০:৫৩

প্রথমার্ধে এগিয়ে ইংল্যান্ড

স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সামনে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দল দুটি।

বাংলাদেশ সময় বুধবার রাতের এই ম্যাচের ৫ মিনিটের সময়  কিয়েরন ট্রিপিয়ারের করা গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ইংল্যান্ড।

ম্যাচের ৫ মিনিটের সময় বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া চমৎকার ফ্রি কিক জালে জড়িয়ে গ্যালারিতে আনন্দের ঢেউ তোলেন ট্রিপিয়ার।

২২তম মিনিটে ইভান স্ত্রিনিচের ভুল পাসে বড় বিপদে পড়তে পারতো ক্রোয়েশিয়া, তবে রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ধরার সময় হ্যারি কেইন অফসাইডে থাকায় যে যাত্রা বেঁচে যায় ক্রোয়াটরা।

আধ ঘণ্টার মাথাতেও বড় বাঁচা বাচে ক্রোয়েশিয়া। ডি-বক্সে ফাঁকা জায়গায় বল পেয়েও রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন দুর্বল শট মারেন গোলরক্ষক বরাবর।

পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণে কেইন আর ডেলে আলি হয়ে বল পেয়ে জেসি লিনগার্ড মারেন পোস্টের বাইরে।

এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

আপনার মন্তব্য

আলোচিত