স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই, ২০১৮ ১২:৪১

তৃতীয় স্থান নির্ধারণী খেলা ‘নির্বুদ্ধিতার পরিচয়’

বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর মন-মানসিকতা প্রায় বিপর্যস্ত দুই দলকে নিয়েই টুর্নামেন্টের ‘তৃতীয় স্থান’ নির্ধারণী খেলার আয়োজন ‘একেবারেই নির্বুদ্ধিতার পরিচয়’ (আটার স্টুপিডিটি) বলে মন্তব্য করেছেন সাবেক তারকা ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার।

রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার হওয়ার পরও শেষ চার থেকে ছিটকে পড়ায় উত্তরসূরিদের মনের অবস্থা বিবেচনা করে টুইটারে তিনি এ মন্তব্য করেন।

ইংলিশদের হয়ে ৬৩টি ম্যাচে ৩০টি গোল করা শিয়ারার দাবি, ‘তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণের খেলা একেবারেই নির্বুদ্ধিতার পরিচায়ক। কোনো খেলোয়াড়ের অনিচ্ছার চাওয়া হতে পারে এটি।’

প্রসঙ্গত, সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে তৃতীয় স্থান নির্ধারণীতে আজ রাত ৮টায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে নামছে ইংল্যান্ড। পরদিন রাত ৯টায় ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।

আপনার মন্তব্য

আলোচিত