স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৮ ১৪:২৮

গুগলের ডুডলে ফ্রান্স-ক্রোয়েশিয়া

আজকেই পর্দা নামতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০১৮র। ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনালে ম্যাচের মাধ্যমেই শেষ হতে যাচ্ছে দীর্ঘ ১ মাস চলা এই রমরমা আসরের।

রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর ফাইনাল ম্যাচ। ইউরোপের দুই দেশ ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ উপলক্ষে আজ অনলাইন সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে বা শুরুর পাতায় বিশেষ একটি ডুডল রাখা হয়েছে। বিশেষ এ ডুডলে ফ্রান্স ও ক্রোয়েশিয়া দুই দেশের ফুটবল ঐতিহ্য প্রতীকী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

বিভিন্ন বিশেষ দিবস, বিখ্যাত ব্যক্তির জন্মদিন বা বিশেষ কোনো আয়োজন উপলক্ষে গুগল নিয়মিতভাবেই তাদের সার্চ ইঞ্জিনের ডুডল (লোগো)পরিবর্তন করে থাকে।

বিশেষ এক্ষেত্রে গুগল নিজেদের নিয়মিত লোগোর জায়গায় যুক্ত করে ওই বিশেষ দিবস বা আয়োজনের প্রতীকী কোনো ছবি বা অ্যানিমেশন। আজ যেখানে স্থান পেয়েছে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দুই দল ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

আপনার মন্তব্য

আলোচিত