স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০১৮ ০১:৫৫

রিয়ালে যাচ্ছেন ইকার্দি!

আর্জেন্টাইন ফুটবলারবিহিন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছিল অনেক দিন। সময়ের হিসাবে সেটা চার বছর। রিয়ালে খেলা সর্বশেষ ফুটবলার ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এরপর কেটে গেছে চার বছর। অবশেষে রিয়াল আর্জেন্টাইন ফুটবলার নিতে যাচ্ছে। নামটা মাউরো ইকার্দি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে কিনতে পারে রিয়াল।

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর তার শূন্যতা পূরণে অনেক ফুটবলারের নামই উঠে এসেছে। এডেন হ্যাজার্ডের রিয়ালে আসা নিয়ে যেমন জোর গুঞ্জন চলছে। কিন্তু রিয়াল আরও দু-একজন ভালো ফুটবলারের খোঁজ করছে। এ কারণে ইন্টার মিলানের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ইকার্দি উঠে এসেছেন আলোচনায়।

মার্কা জানিয়েছে, এ নিয়ে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজ নাকি আলোচনাও শুরু করে দিয়েছেন। ইন্টারে ইকার্দির ‘রিলিজ ক্লজ’ ১১০ মিলিয়ন ইউরো।

রাশিয়া বিশ্বকাপে ইকার্দিকে দলে না রাখায় অনেক সমালোচনা হয়েছিল আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির। ইতালিয়ান সিরি আ-র শেষ দুই মৌসুমে যথাক্রমে ২৪ ও ২৯ গোল করেছেন ইকার্দি। এর মধ্যে সর্বশেষ মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন এ ফুটবলার।

আপনার মন্তব্য

আলোচিত