স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০১৮ ১৩:৩১

দুই বছর বিদেশি লিগ খেলতে মোস্তাফিজকে বারণ

কাটার-মাস্টার খ্যাত বাংলাদেশের পেসবোলার মোস্তাফিজুর রহমানকে আগামি দুই বছর বিদেশি খেলতে বারণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন।

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বশেষ আইপিএলে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। এ কারণে গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। ফিরতে পারেননি চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও। বিদেশি লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে জাতীয় দলে খেলতে না পারার কারণে এমন বারণ করলেন বিসিবি সভাপতি। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগামী দুই বছর খেলতে পারবেন না এই পেসার।

দেশের এই তারকা পেসারের ইনজুরি–প্রবণতা আর জাতীয় দলে অনুপস্থিতি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বলেন, ‘মোস্তাফিজ অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল। কিন্তু এখন মোস্তাফিজ বারবার চোটে পড়ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ও (মোস্তাফিজ) বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরড হচ্ছে আর দেশকে সার্ভিস দিতে পারছে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

২০১৬ সালে ইংল্যান্ডে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন ২২ বছর বয়সী এ পেসার। আর সর্বশেষ আইপিএলে তো চোট পেলেন পায়ের আঙুলে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের বোর্ডে থাকবে, বোর্ডই তাকে সেবা-শুশ্রূষা করবে, ভালো করবে। তারপর আবার ওদের জন্য ওখানে খেলতে গিয়ে ইনজুরড হয়ে এসে আবার জাতীয় দলে খেলবে না, আবার তাকে আমরা ঠিক করব, এটা হয় না। আমি ইতিমধ্যেই ওকে বলে দিয়েছি আগামী দুই বছর বাইরে (শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট) না যাওয়ার জন্য।’

আপনার মন্তব্য

আলোচিত