স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৩

শুরুতেই গোল খেয়ে আর পেরে ওঠেনি ভুটান

গেল এক দশকে ভুটান ফুটবলে বেশ উন্নতি করেছে। বাংলাদেশ তাদের বিপক্ষে সহজে জয় পাবে, সেটা কেউ ভাবেনি। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরে বাংলাদেশ ভুটানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। ভুটান ম্যাচে ফিরতে অবশ্য দুই অর্ধেই প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু তাদের ভাগ্য সহায় না হওয়ায় ফিরতে পারেনি।

ম্যাচ শেষে ভুটানের কোচ ত্রেভর জেমস মরগান জানিয়েছেন, তাদের তরুণ দলটি যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু দুই অর্ধের শুরুতেই দুটি গোল খেয়ে বসায় তারা আর ম্যাচে ফিরতে পারেনি। পরবর্তী দুই ম্যাচে ভালো খেলে তারা টিকে থাকতে চায়।

মরগান বলেন, ‘খারাপ ভাগ্য আমাদের। ম্যাচের দুই অর্ধে শুরুতেই গোল হজম করেছি। এরপর চেষ্টা করেও আমরা গোল পাইনি। যদিও অনেকগুলো সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমরা আমাদের গেম ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারিনি। বাংলাদেশ ভালো খেলেছে। তাদের দর্শকরা অনেক সাপোর্ট করেছে। মূলত শুরুতেই গোল হজম করে আমরা পিছিয়ে পড়ি। আসলে প্রথমেই পিছিয়ে পড়ে সেখান থেকে ফিরে আসাটা কঠিন। চেষ্টা করব পরবর্তী দুই ম্যাচ ভালো খেলে পুষিয়ে নিতে।’

ভুটানের পরের ম্যাচ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত