স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৮ ২১:০২

বাংলাদেশের বিদায়

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতলেও ‘এ’ গ্রুপে নেপাল ও অন্য দল পাকিস্তানের থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এই নিয়তি মেনে নিতে হয় লাল-সবুজদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।

খেলা শুরুর পর বেশ কয়েকটি শক্ত আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু বরাবরই গোলবঞ্চিত থাকতে হয়। ৩৩ মিনিটে স্রোতের বিপরীতে নেপাল ফুটবলার বিমল ঘাত্রি মাগারের দুর্দান্ত শটে এগিয়ে যায় দলটি। এখানে অবশ্য বিমলের কৃতিত্বের সঙ্গে বাজে ভুল করে বসেন বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলম। বিমলের লম্বা শটটি তিনি ধরেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি। শহীদুলের দু’হাত ছুঁয়ে বল চলে যায় জালের ভেতর।

দ্বিতীয়ার্ধে ফিরতে মরিয়া বাংলাদেশ বেশ কয়েকটি প্রচেষ্টা চালায়। কিন্তু নেপালের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি তারা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে (৯০) নুয়াংয়ের গোলে জয় নিশ্চিত করে নেপাল।

আপনার মন্তব্য

আলোচিত