স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৬

বিশ্বকাপ খেলা কলিনড্রেস খেলবেন ঢাকার লিগে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস ঢাকায় আনছে রাশিয়া বিশ্বকাপ খেলা এক ফুটবলারকে। ওই ফুটবলারের নাম ড্যানিয়েল কলিনড্রেস। ৩৩ বছর বয়সী এই ফুটবলার কোস্টা রিকার হয়ে এবারের বিশ্বকাপে খেলেছেন।

গেল মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে আসে বসুন্ধরা কিংস। ঢাকার ফুটবলে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় ক্লাবটি। সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়ছে তারা। ক’দিন আগেই কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু করেছে দলটি।

সব ঠিক থাকলে বুধবার ঢাকায় পৌঁছাবেন কলিনড্রেস। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার কলিনড্রেসের কোস্টা রিকার হয়ে অভিষেক ২০১১ সালে। এপর্যন্ত দেশের জার্সিতে ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। যার শেষ দুটি রাশিয়া বিশ্বকাপে।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে ছিল কোস্টা রিকা। ‘ই’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে হারে তারা। সে ম্যাচে অবশ্য মাঠে নামার সুযোগ হয়নি কলিনড্রেসের। তবে খেলেছেন সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে নামেন বদলি হিসেবে। আর সুইজারল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে খেলেছিলেন প্রথম একাদশে।

এরআগেও বিশ্বকাপ মাতানো তারকা খেলেছেন ঢাকার লিগে। আবার বাংলাদেশে খেলে গিয়েও বিশ্বকাপে সুযোগ পেয়েছেন কেউ। ১৯৮৬ বিশ্বকাপে খেলা ইরাকের সামির শাকির খেলতে এসেছিলেন ঢাকা আবাহনীর হয়ে। পরে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার হাত ধরেই সাফ গেমসে প্রথম সোনা জয় করে বাংলাদেশ। এরপর মোহামেডানে খেলে যাওয়া এমেকা ইউজিগো নিজ দেশের হয়ে খেলেছেন বিশ্বকাপে। ঢাকার ফুটবল মাতিয়ে ১৯৯৪ বিশ্বকাপে নিজ দেশের হয়ে খেলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত