স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:২৭

অভিষেকের অপেক্ষায় শান্ত-রনি

জয়ের লক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপ ২০১৮ আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ নিয়েই বিকেলে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে সুপার ফোর পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচটিতে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।

সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনির ওয়ানডে অভিষেকের। তাছাড়া দলে ফিরতে পারেন মুমিনুল হকও।

গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাম হাতের কবজিতে চোট পেয়ে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তামিম ইকবালের এশিয়া কাপ মিশন শেষ হয়ে যাওয়ায় উদ্বোধনী জুটিতে একটি পরিবর্তন আসবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। ব্যাক আপ হিসেবে দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে আসা মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত’র মধ্য থেকে কেউ একজন সুযোগ পাবে এটাও জানা ছিল।

তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুপার ফোরের সূচি প্রকাশের ফলে আফগানদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তাছাড়া আফগানদের বিপক্ষে ম্যাচ খেলার পরদিন সুপার ফোর পর্বের লড়াইয়ে আবার শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ থাকায় দলের কিছু সদস্যদের বিশ্রামে দিয়ে আজকের লড়াইয়ে মাঠে নামার সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ।

যার ফলে আজকের ম্যাচে আফগানদের বিপক্ষে খেলার পথ খুলে যাচ্ছে নাজমুল হাসান শান্ত’র পাশাপাশি মুমিনুল হকেরও। শান্ত’র অভিষেকের বিপরীতে ২০১৫ বিশ্বকাপের পর প্রায় ৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে নামার অপেক্ষায় মুমিনুল।

শুধু শান্ত-মুমিনুলই নন আফগানদের বিপক্ষে ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে রয়েছেন পেসার আবু হায়দার রনিও। টানা দু’দিন ম্যাচ থাকায় আর পিঠোপিঠি ইনজুরিতে ভোগায় দলের প্রতিভাবান আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে দিয়ে আফগানদের মোকাবেলা করার পরিকল্পনা আঁটছে মাশরাফিরা। যার ফলে ওয়ানডে অভিষেকের সম্ভাবনা জেগে ওঠেছে বাঁহাতি এ পেসারের।

আপনার মন্তব্য

আলোচিত