স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:৫০

এসপানিওলের বিপক্ষে রিয়ালের জয়

লা লিগায় এসপানিওলের বিপক্ষে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে হুলেন লোপেতেগির শিষ্যরা। গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছিল স্পেনর সফলতম দলটি।

রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন আসেনসিও।

শুরু থেকেই অতিথিদের চেপে ধরে খেলে রিয়াল মাদ্রিদ। তবে দর্শকদের হতাশ করেছে যেটি, সেটি হচ্ছে বারবার এলোমেলো শট আর সহজ সুযোগ হাতছাড়া করা। প্রথমার্ধেই অন্তত তিন থেকে চারটি সহজ সুযোগ নষ্ট করেন রিয়ালের খেলোয়াড়েরা।

৪১তম মিনিটে আসে পার্থক্য গড়ে দেওয়া গোল। করিম বেনজেমাকে লক্ষ্য করে লুকা মদ্রিচের বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আসেনসিও। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

আসেনসিও অফসাইডে ছিলেন সন্দেহে শুরুতে গোলের বাঁশি বাজাননি রেফারি। তবে ভিএআরের মাধ্যমে তা দূর হলে উল্লাসে ফেটে পড়ে বের্নাবেউ।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ১২।

রায়ো ভাইয়েকানোকে তাদেরই মাঠে ৫-১ গোলে জেতা আলাভেস পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা সেল্তা ভিগো ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

দিনের আরেক ম্যাচে গেতাফের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৮। গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত