ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:১৮

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আফগানদের বোলিংয়ে পাঠান টাইগার দলপতি।

বাঁচা-মরার লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের জায়গায় অভিষেক হচ্ছে স্পিনার নাজমুল ইসলাম অপুর। প্রথম তিন ম্যাচে খেলা মোসাদ্দেক হোসেন সৈকতকে বিশ্রাম দিয়ে সুযোগ দেয়া হয়েছে সিরিজের মাঝপথে দেশ থেকে উড়িয়ে আনা ওপেনার ইমরুল কায়েসকে।

দুই দলের প্রথম ম্যাচে খেলা সামিউল্লাহ শেনওয়ারি খেলেননি পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে আবার তাকে একাদশে ফিরিয়েছে আফগানিস্তান। বাদ পড়েছেন নাজিবউল্লাহ জাদরা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, আসগর আফগান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, ইহসানউল্লাহ জানাত।

 

আপনার মন্তব্য

আলোচিত