স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০২:৫২

পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন মোহাম্মদ সালাহ

২০১৮ সালের বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন মিশর ও লিভারপুলের ফুটবলার মোহাম্মদ সালাহ।

সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা গোলের জন্য লিভারপুলের এই ফরোয়ার্ডের নাম ঘোষণা করা হয়।

গত ডিসেম্বরে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ১-১ ড্র হওয়া ম্যাচে দারুণ এক গোলের জন্য ক্যারিয়ারে প্রথমবার পুরস্কারটি জিতলেন সালাহ। ডি-বক্সের ঠিক ডান দিকে বল পেয়ে দুজনকে কাটিয়ে বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেছিলেন মিশরের এই ফুটবলার।

এই গোলটিই মোহাম্মদ সালাহকে এনে দেয় পুসকাস অ্যাওয়ার্ড।

এই অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। মদ্রিচের দুই প্রতিদ্বন্দ্বি ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ।

এছাড়া রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান ও ক্রোয়েশিয়াকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তোলা জ্লাতকো দালিচকে হারিয়ে দিদিয়ের দেশম ২০১৮ সালের ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দেশম।

আপনার মন্তব্য

আলোচিত