স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২০

নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-আফগানিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচেই জিততে জিততে হার নিয়ে মাঠ ছেড়েছে আফগানিস্তান। আসরের শুরুতেই শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জানান দিয়েছিল নিজেদের শক্তিমত্তার। তবে সে শক্তি যেন আর কাজ করছে না পরের রাউন্ডে। জয়ের কাছাকাছি যেয়েও জয় না পাওয়ায় রীতিমত ক্ষুধার্ত তারা।

আর সেই ক্ষুধা নিয়ে সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হতে যাচ্ছে আসরের শুরু থেকে উড়তে থাকা দল ভারতের।

তবে বলা যায় তাদের এ ম্যাচটি হবে নিছক নিয়ম রক্ষার ম্যাচ। কেননা ভারত দুই ম্যাচ জিতে ফাইনালে এবং আফগানিস্তান দুই ম্যাচ হেরে বিদায়ের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গ্রুপ পর্বে হারিয়ে সুপার ফোরেও বেশ জোরালো শুরু করেছিল রশিদ-নবিরা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে শেষ ওভারে হারতে হয়েছিল। আর গতকাল বাংলাদেশের বিরুদ্ধে তো নাটকীয় ম্যাচ। শেষ বলে জয়-পরাজয় নির্ধারণ। যদিও দুই ম্যাচের পাল্লাই শেষ পর্যন্ত নিজেদের দিকে রেখেছিল তারা। পাকিস্তানের বিরুদ্ধে ৩ বল বাকি থাকতে হারে শোযেব মালিকের নায়কোচিত ইনিংসের কারণে। আর বাংলাদেশের মোস্তাফিজের কাছে হারতে হয় শেষ বলে।

অন্যদিকে ভারতীয় টিম যেন বাস করছে নিজেদের রাজ্যে। যেখানে তাদের কোন বাঁধা নেই। বল হাতে যার যার দায়িত্ব দেয়া আছে, তারা যেন খুব নিখুঁতভাবেই দায়িত্ব পালন করছেন। আর ব্যাটসম্যানদের পারফরম্যান্সের তো তুলনাই নেই। এক হংকং ছাড়া ভারতের ব্যাটিং লাইনে কেউ কাঁপুনি ধরাতে পারেনি। এমনকি সেরা বোলিং লাইন আপ নিয়ে আসা পাকিস্তান তো পর পর দুই ম্যাচ নাকানি-চুবানি খেয়েছে রোহিত শর্মাদের কাছে।

দুবাইয়ে বিকাল ৫টায় শুরু হওয়া ম্যাচের ফলাফলটা টুর্নামেন্টে কোন প্রভাব ফেলবে না। কেননা ভারত ইতিমধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে আফগানিস্তান হেরেছে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে। তাই ম্যাচটা শুধুই টুর্নামেন্টের সূচি রক্ষার ম্যাচ বলা যায়।

আপনার মন্তব্য

আলোচিত