স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:২৫

নাপোলিকে হারাল রোনালদোর জুভেন্টাস

ইতালিয়ান লিগ সিরি আতে নাপোলিকে হারিয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে মারিও মানজুকিচের দুটি ও লিওনার্দো বোনুচ্চি একটি গোল করেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচে কোন গোল পাননি ঠিক, কিন্তু তিন গোলেই ছিল তার অবদান।

জুভেন্টাস স্টেডিয়ামে শনিবার শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

ম্যাচের দশম মিনিটে নাপোলির স্প্যানিশ ফুটবলার হোসে কায়েহনের পাস গোলমুখে ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন বেলজিয়ামের ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স, পিছিয়ে পড়ে জুভেন্টাস।

২৬তম মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। বাঁ দিকে এক জনকে কাটিয়ে রোনালদোর বাড়ানো দারুণ ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে হেডে গোলটি করেন মানজুকিচ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় টানা সাতবারের চ্যাম্পিয়নরা। গোলটিতে বড় কৃতিত্ব রোনালদোর। তার বাঁ পায়ের জোরালো শটে ঝাঁপিয়ে হাত লাগান কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা। বল পোস্টে লেগে অরক্ষিত মানজুকিচের পায়ে গিয়ে। সহজেই দ্বিতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।

৫৮তম মিনিটে বড় ধাক্কা খায় অতিথিরা। পাওলো দিবালাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগিজ ডিফেন্ডার মারিও রুই।

৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লিওনার্দো বোনুচ্চি। কর্নার থেকে উড়ে আসা বলে রোনালদোর হেডের পর দূরের পোস্টের কাছ থেকে টোকা দিয়ে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার।

সতীর্থদের সবকটি গোলে অবদান রাখা রোনালদো ৭৮তম মিনিটে নিজেও গোল পেতে পারতেন, কিন্তু তার শট এগিয়ে গিয়ে ঠেকিয়ে দেন অসপিনা। পাঁচ মিনিট পর পাশের জালে মেরে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন পাঁচবারের বর্ষসেরা ফরোয়ার্ড।

সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। পাঁচ ম্যাচ জেতা নাপোলি ৬ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা সাস্সুয়োলো ১৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

আপনার মন্তব্য

আলোচিত