স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৮ ১২:২৮

রাশিয়ার ক্লাবের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর কাছে হেরে গেছে।

‘জি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে হেরেছে হুলেন লোপেতেগির শিষ্যরা। অষ্টম মিনিটে জয়সূচক গোলটি করেন নিকোলা ভ্লাসিচ।

সব ধরনের প্রতিযোগিতা মিলে এনিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল। ঘরোয়া লিগে সেভিয়ার কাছে ৩-০ গোলেহেরে যাওয়ার পর দলটি গোল শূন্য ড্র করে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের সঙ্গে। এনিয়ে টানা তিন ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজে পেতে ব্যর্থ হল রিয়াল।

চোটের জন্য দলে ছিলেন না গ্যারেথ বেল, সের্হিও রামোস, মার্সেলো। অসুস্থতার জন্য নেই ইসকো।

লুজনিকি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টনি ক্রুসের দুর্বল ব্যাক পাস ধরে এগিয়ে যান ভ্লাসিচ। রাফায়েল ভারানকে এড়িয়ে কেইলর নাভাসের নাগালের বাইরে দিয়ে খুঁজে নেন জাল। এভারটন থেকে ধারে খেলা ক্রোয়েশিয়ার ভ্লাসিচের গোলে এগিয়ে যায় সিএসকেএ।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে সিএসকেএ। ২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে এদিন জেকোর হ্যাটট্রিকে ভিক্তোরিয়া প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রোমা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালির ক্লাবটি। চেক রিপাবলিকের ক্লাব প্লজেনের অর্জন ১ পয়েন্ট।

‘ই’ গ্রুপে আয়াক্সের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে বায়ার্ন মিউনিখ। গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের এইকে অ্যাথেন্সকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বেনফিকা।

‘এফ’ গ্রুপে জার্মান ক্লাব হফেনহাইমের মাঠে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। গ্রুপটির অন্য ম্যাচে ফরাসি ক্লাব লিওঁর মাঠে ২-২ ড্র করেছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।

আর ‘এইচ’ গ্রুপে ঘরের মাঠে সুইস ক্লাব ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। অন্য ম্যাচে ভালেন্সিয়ার সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আপনার মন্তব্য

আলোচিত