ডেস্ক রিপোর্ট

১২ জুলাই, ২০১৫ ১৭:৩৮

দূযোর্গ মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান কাউন্সিলর বাকেরের

সিসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছয়ফুল আমিন বাকের বলেছেন, ভূমিকম্পে ঝুকিপূর্ণ সিলেট অ লে যে কোন সময় বড় ধরনের দূর্যোগ দেখা দিতে পারে। তাই সবাইকে দূযোর্গ মোকাবেলায় সজাগ থাকতে হবে। 

আজ রোববার বিকেলে সিলেট ১৫নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ভার্ড-এর যৌথ উদ্যোগে “বাংলাদেশে একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি”্ প্রকল্প ও ৮ম ডিপেকো কর্মপরিকল্পনা-এর আওতায় অক্সফাম এর সহযোগিতায় মৌবনস্থ ১৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, সিলেটে ওয়ার্ড পর্যায়ে প্রকল্প অবহিতকরণ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন ভার্ডের ডিপেকো-৮ প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. ফজলুল হক, বক্তব্য রাখেন- প্রজেক্ট অফিসার দেবাশীষ মজুমদার, মো. নজরুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সিরাজ চুন্নু, জীবন চন্দ্র দাস, প্রিতম দাস সৌমিক, সালমা বেগম, খোদেজা বেগম, প্রিয়াংকা দাস, নিপা আক্তার, মাহমুদা আক্তার চাদনী, আতিকুর রহমান চৌধুরী, ফারজানা আক্তার রেবা, পুষ্পিতা দাস পূজা প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে আগত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সাংবাদিকসহ মোট ৩৮ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
উম্মুক্ত আলোচনায় ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। সিলেট ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এ প্রকল্পটি যথাযথ হয়েছে বলে মতামত প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর বাকের আরো বলেন, সিলেট ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তিনি ডিপেকো-৮ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

 

আপনার মন্তব্য

আলোচিত