সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৮ ০০:৫৪

বিশ্বকাপের পর পর্তুগালের টানা তৃতীয় জয়

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও বিশ্বকাপের পর টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। ইতালি ও পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবার স্কটল্যান্ডকে তাদেরই মাঠে হারিয়েছে ফের্নান্দো সান্তোসের দল।

স্কটল্যান্ডের গ্লাসগোতে রোববার বিকালে প্রীতি ম্যাচ ৩-১ গোলে জেতে পর্তুগাল। এ ম্যাচেও দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

উয়েফা নেশন্স লিগে গত মাসে ইতালির বিপক্ষে জয়ের পর গত সপ্তাহে পোল্যান্ডের মাঠে ৩-২ গোলে জেতে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

পর্তুগালের প্রথম গোলটি আসে ম্যাচের ৪৩তম মিনিটে। বাইলাইন থেকে লেফট-ব্যাক কেভিন রদ্রিগেসের পাস ছোট ডি-বক্সে পেয়ে টোকায় জালে পাঠান অভিষিক্ত ফরোয়ার্ড এল্দের কস্তা।

শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে পর্তুগাল।

৭৪তম মিনিটে রেনাতো সানচেসের ফ্রি-কিকে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ২০১৬ ইউরো ফাইনালে জয়সূচক গোল করা এদের।

৮৪তম মিনিটে ডি-বক্সে এক জনকে কাটিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে দলের তৃতীয় গোলটি করেন লাইপজিগের উইঙ্গার ব্রুমা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি করেন ফরোয়ার্ড স্টিভেন।

আপনার মন্তব্য

আলোচিত