স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৮ ০৩:০৯

পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকা রিয়াল মাদ্রিদ জয়ে ফিরল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিক্তোরিয়া প্লজেনকে হারাল লোপেতেগির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ২-১ গোলে জয় পায় রিয়াল।

ম্যাচের একাদশ মিনিটে লুকাস ভাসকেসের ক্রসে হেডে বল জালে জড়ান করিম বেনজেমা।

৫৫তম মিনিটে মার্সেলোর শট এক ডিফেন্ডার ফেরানোর পর বল পেয়ে যান ফেদেরিকো ভালভেরদে। উরুগুয়ের এই মিডফিল্ডারের পাস গ্যারেথ বেল ব্যাক হিল করার পর শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।

৭৯তম মিনিটে ম্যাচে ফেরা গোলের দেখা পায় চেক রিপাবলিকের দল ভিক্তোরিয়া। সতীর্থের ছোট করে বাড়ানো বলে পাত্রিক হরোসফস্কির নেওয়া শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি কেইলর নাভাস। তবে বাকিটা সময় ২-১ স্কোরলাইন ধরে রেখে নিজেদের মধ্যে প্রথম দেখায় ভিক্তোরিয়াকে হারানোর স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সিএসকে মস্কোকে নিজেদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া এএস রোমা ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত