সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৫ ১৬:৪১

দুইশ’ উইকেট ক্লাবে সাকিব আল হাসান

আবদুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বিশ্ব ক্রিকেটরে সেরা অলরাউন্ডার সকিব আল হাসান।

বুধবার (১৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলাকে আউট করে এ মাইলফলক স্পর্শ করেন।

নিজের ১৫৬তম ম্যাচে এসে ২০০ উইকেট অর্জন করেন সাকিব। ২০১১ সালে এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব।

এদিকে মাশরাফিরও এ ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে, দুইশ’ উইকেট থেকে আর মাত্র ১ উইকেট দূরে রয়েছেন টাইগার দলপতি মাশরাফি।

১৫৬ ম্যাচ খেলে ৩০.৮৯ গড়ে নিয়েছেন ১৯৯ উইকেট। সেরা বোলিং ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে তিনি এ সেরা বোলিং করেন।

২০০ উইকেট ক্লাবে প্রথম নাম লিখিয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচ খেলে ২৯.২৯ গড়ে রাজ্জাক নিয়েছেন ২০৭ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৫ উইকেট। ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত