সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৬ জুলাই, ২০১৫ ০২:৩৬

রমিজ রাজার বাংলাদেশবিদ্বেষ আবারও টুইটারে!

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ তদন্তের জন্যে আইসিসি’র প্রতি অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। এ নিয়ে সমালোচনামূখর সোশ্যাল সাইট ফেসবুক ও টুইটার। 

ফেসবুকে অনেকেই রমিজ রাজা'র টুইট শেয়ার করে সমালোচনা করছেন এবং একইভাবে টুইটারে রি-টুইটের মাধ্যমে এর প্রতিবাদ করছেন। 

বুধবার (১৫ জুলাই) টুইটারে এক বার্তায় লিখেন-

@ICC pls investigate the #BanvSA 2nd & 3rd ODI match as I believe @OfficialCSA has a deal with Bangladesh to ensure they play champ trophy

রমিজ রাজা সন্দেহ করেছেন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে এ ‘ডিল’ হতে পারে।

বাংলাদেশের প্রতি রমিজ রাজার বিদ্বেষ বেশ পুরনো। বিশ্বকাপে বাংলাদেশের খেলা চলাকালীন সময়ে কমেন্ট্রিবক্সে বসেও এর আগে তিনি বাংলাদেশ বিরোধী বিভিন্ন কমেন্ট করে আসছিলেন। এরপর বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়ে স্টার স্পোর্টস তাকে ম্যাচ কমেন্ট্রি থেকে সরিয়ে দেয়।

রমিজ রাজার এ টুইটার বার্তা তার নামের একটি আইডি থেকে আসলেও টুইটারে এটা তার ভেরিফাইড আইডি নয়, এবং তার নামে কোন আইডি পাওয়া যায়নি। রমিজ রাজা নামে টুইটারে একাধিক আইডি থাকলেও বাংলাদেশকে হেয় করা এ আইডিকে সক্রিয় দেখা যায়।

এ আইডি থেকে তিনি চলমান পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজ নিয়ে বিভিন্ন টুইট করতে দেখা যায়।

আপনার মন্তব্য

আলোচিত