স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৮ ১৪:২৩

জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বের শুরুটা দুর্দান্তই হল বাংলাদেশের মেয়েদের। প্রথম প্রস্তুতি ম্যাচে তারা অনায়াসে হারাল আয়ারল্যান্ডকে। আসল লড়াইয়ের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিল সালমা খাতুনের দল। সোমবার (৫ নভেম্বর) প্রথম প্রস্তুতি ম্যাচে আইরিশদের ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভার খেললেও টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ৮৪ রানের বেশি করতে পারেনি। জবাবে ৩২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার আয়েশা রহমানের ২৬ বলে ২৫ এবং ফারজানা হক (২১) ও সানজিদা ইসলামের (২০) অপরাজিত ব্যাটিংয়ে দুর্দান্ত জয়টি পায় লাল-সবুজের দল। আইরিশদের হয়ে একাই ৩ উইকেট তুলে নেন কিম গ্যারথ।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রুমানা-জাহানারাদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। আসা-যাওয়ার মাঝে ব্যস্ত থাকা দলটির হয়ে একাই কিছুটা লড়ে যান সেই গ্যারথ। ৩৮ বলে ৩৫ করে তিনি জাহানারা আলমের বলে বোল্ড হন।

রুমানা আহমেদ ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। জাহানারা ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ২টি উইকেট পান। এছাড়া একটি উইকেট দখল করেন খাদিজাতুল কুবরা।

প্রস্তুতি ম্যাচ তাই এ ম্যাচে দু’দলের ১৫ জন করে ক্রিকেটার ছিল। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে ১১ জন করেই খেলেছিলেন।

বাংলাদেশ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ৮৪/৭ (গার্থ ৩৫, লুইস ১৫, কাভানাউ ১০, রিচার্ডসন ১০*; জাহানারা ৩-০-১১-২, সালমা ৪-০-২০-০, রুমানা ৪-১-১০-৩, কুবরা ৪-০-১৩-১, ফাহিমা ৩-০-১৫-০, লতা ২-০-১৩-০)।

বাংলাদেশ: ১৪.৪ ওভারে ৮৬/৪ (শামিমা ৯, আয়েশা ২৫, ফারজানা ২১*, নিগার ০, রুমানা ০, সানজিদা ২০*; গার্থ ৩/৪)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

আপনার মন্তব্য

আলোচিত