ক্রীড়া প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০১৮ ১২:২৩

মধ্যাহ্ন বিরতির আগেই ৫ উইকেট হারালো বাংলাদেশ

সিলেটে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপদে রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৫ রান।

সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ের স্পিনারদের হাতেই নাস্তানাবুদ হয় বাংলাদেশের টপ অর্ডার। সিকান্দার রাজার ঘূর্ণিতে বিদায় নিয়েছেন বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। এই স্পিনারের প্রথম শিকার হন ওপেনার লিটন দাস। ব্যক্তিগত ২৩ রানে রাজার এলবিডব্লিউর ফাঁদের পড়েন লিটন। যদিও প্রথমে এলবিডাব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে সিদ্ধান্ত জিম্বাবুয়ের পক্ষে যায়।

দলীয় ৬৭ রানে কাইল জার্ভিসের বল মুমিনুলের ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত হানে। ফলে ব্যক্তিগত ৯ রানে মাঠ ছাড়েন বাংলাদেশের টেস্ট স্পেশালিষ্ট এই ব্যাটসম্যান।

শুরু থেকেই একপ্রান্ত ধরে খেলতে থাকেন ওপেনার ইমরুল কায়েস। কিন্তু ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার আগেই ৩৭তম ওভারের পঞ্চম বলে রাজার বলে বোল্ড হয়ে যান তিনি। ১০৩ বল খেলে ৪৩ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

তারপর দলীয় শত রানের কোটা পার হতেই রাজার তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। এই ইনিংসে ১৬ রান করেছেন টাইগার অধিনায়ক। আর লাঞ্চের ঠিক আগ মুহূর্তে ব্র্যান্ডন মাভুতার বলে রাজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৩)। বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত