স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৮ ২০:৪৭

বাংলাদেশের সঙ্গে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

দুঃসংবাদ দিয়েই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে ছাড়াই বাংলাদেশে পাড়ি জমায় ক্যারিবিয়ানরা। হোল্ডারের অনুপস্থিতিতে অধিনায়কত্বের ভার তুলে দেয়া হয় ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটের কাঁধে।

সম্প্রতি ভারতের মাটিতে টেস্টে ধবল ধোলাই হওয়া দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের সঙ্গে।

রোববার (১৮ নভেম্বর) বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ সফর সহজ হবে না বলে উল্লেখ করেন ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক।

ব্রেথওয়েট জানান, বাড়তি চাপ নিতে চাচ্ছি না। যদি দিনটি আপনার পক্ষে থাকে তাহলে ফলাফল আপনার পক্ষেই যাবে। সিরিজটা সহজ হবে না আমাদের জন্য। ভালো ফলাফলের প্রত্যাশায় কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছি আমরা। হোল্ডার না থাকলেও দল নিয়ে বেশ আশাবাদী এই ডান হাতি ব্যাটসম্যান।

ব্রেথওয়েট আরও বলেন, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। স্পিনাররা ভালো করছে। বিশ্বমানের কয়েকজন পেসারও আছে আমাদের। দল হিসেবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করছি আমরা। এখন কাজগুলো ঠিকভাবে করতে পারলেই ভালো ফলাফলের আশা করছি।

এছাড়া ভারতের মাটিতে দীর্ঘ সফরের কারণে বাংলাদেশের কন্ডিশন ভাবাচ্ছে না সফরকারীদেরকে।

আগামীকাল রোববার বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ওটিস গিবসনের শিষ্যরা।

আপনার মন্তব্য

আলোচিত